| |
               

মূল পাতা জাতীয় পানির দাম বাড়ছে ১০ শতাংশ


পানির দাম বাড়ছে ১০ শতাংশ


রহমত নিউজ     29 May, 2024     02:49 PM    


পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। আগামী জুলাই থেকে এই দাম কার্যকর হবে। বুধবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ওয়াসা কর্তৃপক্ষ।

সে অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১,০০০ লিটার পানির দাম ১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫ টাকা ১৮ পয়সা। অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা আগে ছিল ৪২ টাকা।

ওয়াসা কর্তৃপক্ষ জানায়, ঢাকা ওয়াসার সম্মানিত গ্রাহকগণের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয় করার লক্ষ্যে পানির দাম বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সকল প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।

উল্লেখ্য, ঢাকা ওয়াসা ২০২২ সালের জুলাইয়ে পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল। সেই বছরের ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছিলো।