রহমত নিউজ 09 April, 2024 05:23 PM
রাজধানীতে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪নং পিলারে ধাক্কা দিয়েছে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে
মঙ্গলবার দুপুরে আগারগাঁও বিমান জাদুঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক তেজগাঁওয়ের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার বলেন, সেফটি পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়।এতে ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট রওনা হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
কাফরুল থানার ওসি মো. ফারুকুল আলম বলেন, বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানির নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকে খোঁজা হচ্ছে।