মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন পরিবেশ অনুকূলে না থাকায় গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত
রহমত নিউজ 05 January, 2024 07:18 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে, আগামী ৭ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণ হচ্ছে না।
নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইসি থেকে এই তথ্য জানানো হয়।
আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
এর আগে, গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার।
উল্লেখ্য, বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের নির্বাচনও বন্ধ করে নির্বাচন কমিশন।