| |
               

মূল পাতা সারাদেশ জেলা রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু


রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু


রহমত নিউজ     24 October, 2023     04:55 PM    


বাগেরহাটের রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক‌ উৎপাদন শুরু হয়েছে।

আজ (২৪ অক্টোবর) মঙ্গলবার ভোরে কেন্দ্রের ওই ইউনিটে উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি জানিয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ভোর চারটার দিকে বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। শুরুতে দ্বিতীয় ইউনিটে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

২০২২ সালের‌ ১৭ ডিসেম্বর বাগেরহাটের রামপালের মৈত্রী সুপার তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যায়। এরপরে কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা বাগেরহাট রামপাল