| |
               

মূল পাতা জাতীয় বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী


ফাইল ছবি

বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী


রহমত নিউজ     13 October, 2023     07:22 PM    


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ফিলিস্তিন ৭৩ বছর ধরে নির্যাতিত হচ্ছে। আমরা সব সময় তাদের পক্ষে। এটা আামাদের নীতিগত অবস্থান।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবেরবাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ৭৩ বছর ধরে নির্যাতিত হচ্ছে। আমরা সব সময় তাদের পক্ষে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তাদের পক্ষে ছিলেন, প্রধানমন্ত্রীও তাদের পক্ষে। এটা আমাদের প্রিন্সিপল পজিশন (নীতিগত অবস্থান)। আমরা সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই। আমরা তাদের স্বীকৃতিও দেইনি। আমরা চাই ফিলিস্তিন ও ইসরায়েলের টু স্টেট সলিউশন (দ্বি-রাষ্ট্র সমাধান)। আমরা মনে করি, শান্তি-সমঝোতার জন্য টু স্টেট সলিউশন না হলে এখানে শান্তি আসবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের জন্য সারা পৃথিবীই একটা ধাক্কা খাবে। সেই ধাক্কায় যদি সবার অসুবিধা হয়, তবে আমাদেরও অসুবিধা হবে।