রহমত নিউজ 04 September, 2023 12:42 PM
সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেছেন, দেশের যেকোনো জাতীয় সংকটে ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা রাখার গৌরবময় ইতিহাস রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা ছাত্র রাজনীতিকে ইতিহাসের পাতায় অমলিন করে রেখেছে। ছাত্র রাজনীতির অবদানকে অস্বীকার করে দেশের রাজনৈতিক সফলতার ইতিহাস লেখা কোন ঐতিহাসিকের পক্ষেই সম্ভব নয়। আজও আমরা এক কঠিন সময় পার করছি। জাতীয় রাজনীতিতে নানা সংকটে দেশপ্রেমি ছাত্র সমাজ আজ উদ্বিগ্ন। এমতাবস্থায় দেশের স্বার্থ, ছাত্র সমাজের অধিকার ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আমরা ঐক্যবদ্ধ কাজ করতে চাই।
রবিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। ছাত্র ঐক্যের প্রধান সমন্বয়কারী খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য কামাল উদ্দীনের সঞ্চালনায় জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ-একাংশের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, ভাসানী ছাত্র পরিষদের আহবায়ক আহমদ শাকিল ও জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী।
বৈঠক থেকে বৃহৎ ছাত্র ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ভাষানী ছাত্র পরিষদের আহবায়ক আহমদ শাকিলকে আহবায়ক, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল ও জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীকে সদস্য করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ২৮ জুলাই’২৩ কথিত শান্তি সমাবেশে সেচ্ছাসেবক-যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক নৃশংসভাবে নিহত নিরীহ মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ সেপ্টেম্বর'২৩ রবিবার সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।