রহমত নিউজ 04 September, 2023 05:29 PM
আনসার ব্যাটালিয়ন আইন ২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্রোহ এবং বিশৃঙ্খলা করলে এই আইনে বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, এ ধরনের অপরাধ করলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
তিনি আরও জানান, বাহিনীতে বিশৃঙ্খলা এবং বিদ্রোহ করলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে। এই আইনে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।
কেবিনেট সেক্রেটারি বলেন, এই আইনের যে অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে একই অপরাধের জন্য পুরনো আইনে কোনো শাস্তির বিধান ছিলো না।