| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফরাসি সেনা ও কূটনীতিক প্রত্যাহারের দাবিতে নাইজারে হাজারো মানুষের বিক্ষোভ


ফরাসি সেনা ও কূটনীতিক প্রত্যাহারের দাবিতে নাইজারে হাজারো মানুষের বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক     02 September, 2023     10:34 PM    


ফ্রান্সের সেনা এবং কূটনীতিক প্রত্যাহারের দাবিতে নাইজারের রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাটির কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে।

এ সময় তারা নাইজারে সম্প্রতি সংঘটিত সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন জানায়।বিক্ষোভকারীরা শুক্রবার (১ সেপ্টেম্বর) নিয়ামির ১০১ স্কোয়াড্রন এয়ার বেইজের  কাছে সমবেত হয় এবং উপনিবেশবাদ নিপাত যাক বলে স্লোগান দেয়।

পাশাপাশি তারা বলেছে, নাইজার একটি স্বাধীন-সার্বভৌম দেশ; এ দেশ থেকে ফরাসি সেনাদের চলে যেতে হবে। তারা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে লক্ষ্য করে বলেছে, নাইজার আপনার পৈত্রিক সম্পত্তি নয়।

গতকালের এই সমাবেশে নাইজারের বেশ কয়েকজন মুসলিম ধর্মীয় নেতা উপস্থিত হয়ে দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেন।

-পার্সটুডে