| |
               

মূল পাতা রাজনীতি বাম দল ‘রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে হলে নিরপেক্ষ নির্বাচন করতে হবে’


ফাইল ছবি : সংগৃহীত

‘রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে হলে নিরপেক্ষ নির্বাচন করতে হবে’


রহমত নিউজ ডেস্ক     29 August, 2023     10:22 PM    


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে এখন ভোটাধিকার আদায়ের লড়াই চলছে। এটি কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের লড়াই। এই রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সেটা একমাত্র হতে পারে এই সরকারের পদত্যাগ ও জাতীয় রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে। যতক্ষণ সরকার পদত্যাগ না করবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। নির্বাচন অনুষ্ঠানের পরও অগণতান্ত্রিক ব্যবস্থা ও সাংবিধানিক স্বৈরতন্ত্র উচ্ছেদ করতে হলে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামকে বেগবান করতে হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জোনায়েদ সাকির নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য আলিফ দেওয়ান, জাতীয় পরিষদের সদস্য মাহবুল খান সেন্টু প্রমুখ।