রহমত নিউজ 19 August, 2023 06:11 PM
বন্দী অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার বন্দী অবস্থায় যদি কিছু ঘটে, তার সকল দায় দায়িত্ব প্রধানমন্ত্রী আর এই সরকারকে নিতে হবে।
শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে এসব বলেন ফখরুল।
হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে যদি ছাত্রদলের তুলে নেয়া নেতাদের সামনে না আনলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের গণআন্দোলনের উত্তাল তরঙ্গে কোন বিদেশি রাষ্ট্র সরকারকে রক্ষা করতে পারবে না।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিদেশি প্রভুদের দোয়া ও কথা এই সরকারের ক্ষমতায় টিকে থাকায় কাজে আসবে না। এসময় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ আরও অনেকে।