| |
               

মূল পাতা প্রবাস ‘বঙ্গবন্ধু হত্যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাকে ব্যর্থ করা’


‘বঙ্গবন্ধু হত্যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাকে ব্যর্থ করা’


প্রবাস ডেস্ক     17 August, 2023     10:33 AM    


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য ব্যর্থ করে দেওয়া এবং দেশকে স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া। বঙ্গবন্ধুর মূল্যবোধের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের এই সোনার বাংলা অর্জনের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (১৬ আগস্ট) যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বক্তব্য রাখেন, আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল, যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন অ্যাসেম্বলির সদস্য উনমেস দেশাই, বিবিসির সাবেক সাংবাদিক ও লন্ডন-ভিত্তিক  পত্রিকা ‘এশিয়ান অ্যাফেয়ার্স’-এর সম্পাদক ডানকান বার্টলেট এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব নঈম উদ্দিন রিয়াজ।