| |
               

মূল পাতা জাতীয় নদী মায়ের মতো, মাকে মেরে ফেলা যাবে না : পরিকল্পনামন্ত্রী


নদী মায়ের মতো, মাকে মেরে ফেলা যাবে না : পরিকল্পনামন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     23 July, 2023     11:17 AM    


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নদী মায়ের মতো। মাকে মেরে ফেলা যাবে না। মায়ের দুধ পান করে আমরা বড় হয়েছি। তাই মায়ের সঙ্গে বসবাস করতে হবে। আর নদী রক্ষায় শেখ হাসিনা সরকারের নীতি আছে। এই সরকারের উদ্দেশ্য উন্নত জীবন তৈরি এবং সে অনুযায়ী কাজ করা। দেশের বেশিরভাগ নদীর উৎপত্তি চীন ও হিমালয়কেন্দ্রীক। তাই নদীর ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন নীতিনির্ধারণ করতে হয় এবং তা মেনে চলতে হয়। নদী রক্ষার জন্য এসব নীতি অনেক দরকার। এর জন্য নদী রক্ষা কমিশনও রয়েছে। নীতির তিন ধরনের বিষয় আছে- রাজনৈতিক, অর্থনৈতিক ও টেকনিক্যাল। কৃষ্ণসাগর শস্য রপ্তানি চুক্তি বাতিলে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না। এ চুক্তি বাতিল হওয়ার বিষয়ে সরকার অবগত। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ইউক্রেনের গমের অন্যতম ক্রেতা বাংলাদেশ। সেখান থেকে আনা সম্ভব না হলে বিকল্প উৎস থেকে খাদ্য আমদানি করা হবে।

শনিবার (২২ জুলাই) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের উদ্যোগে দক্ষিণ এশিয়ায় টেকসই নদী বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে এ অঞ্চলের নদী নিয়ে ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইফতেখার ইকবাল তাঁর গবেষণা তুলে ধরেন। সেখানে তিনি নদী নিয়ে আবেগ ও রাজনীতির সম্পর্ক বিশ্লেষণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। গতকাল শুরু হওয়া দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনারে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের আন্তর্জাতিক নদীবিষয়ক গবেষক, বিজ্ঞানী, পরিবেশবিদ ও শিক্ষাবিদরা।