| |
               

মূল পাতা জাতীয় আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব : পরিকল্পনামন্ত্রী


আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব : পরিকল্পনামন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     16 July, 2023     04:30 PM    


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে -এটা ঠিক আছে। কিন্তু বন্ধুরা আমাদের পরিচালনা করবে না, এসব গ্রহণযোগ্য নয়।

রবিবার (১৬ জুলাই) আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সাহেবরা (বিদেশিরা) আসবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। তবে আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিঘ্ন থাকে এটার জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আগেকার যুগে আমরা মাতব্বর দেখতাম, তারা বিভিন্ন বিষয়ে ঘুরে ঘুরে নসিহত করত। তারা অনেক অর্থের মালিক হয়েছে। যদিও অর্থের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তারা শিক্ষা ও দক্ষতারও মালিক হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন। পশ্চাদমুখিতা থেকে বেরিয়ে এসে দক্ষতা বৃদ্ধির কাজের সময় এখন। দেরিতে শুরু করেছি আমরা। দু’দিন আগেও এটা ভুবুক্ষ জাতি ছিল। তবে এখন অভাবনীয়  অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সারা বিশ্ব জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। আমরা পারি, আমরা পেরেছি এ বার্তা ছড়িয়ে দিতে হবে এখন।  ইতিহাসের রাজা বাদশাদের নাম জেনে কী লাভ? -এমন প্রশ্ন রেখে তিনি কারিগরি শিক্ষায় আরো বেশি গুরুত্বারোপের আহ্বান জানান তিনি।