| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৫৮৪


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৫৮৪


রহমত নিউজ     05 July, 2023     06:38 PM    


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৫৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৩৮২ জন এবং ঢাকার বাইরের ২০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৫৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৪৮২ জন। মারা গেছেন ৬২ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।