| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই : অলি


দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই : অলি


রহমত নিউজ ডেস্ক     13 June, 2023     11:43 AM    


লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে, বর্তমান সরকারের আমলে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। নিশিরাতের সরকারের অধীনে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কখনোই সম্ভব নয়।

মঙ্গলবার (১৩ জুন) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির  মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ফয়জুল করীমের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ‘উনি কি ইন্তেকাল করেছেন’ এমন মন্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অলি আহমদ বলেন, একজন প্রার্থীকে নিয়ে এ ধরনের বক্তব্য তাকে অবজ্ঞা করার শামিল।