রহমত নিউজ 27 May, 2023 10:45 AM
চলতি বছর হজ্ব পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯ হাজার ১৪৯ জন হজ্বযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
শুক্রবার (২৪ মে) দিনগত রাতে হজ্ব পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
সৌদিতে যাওয়া হজ্বযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ১৪ হাজার ৫৮৫ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্বে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজ্বের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজ্বের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন এবারের পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজ্বযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২২ জুন। অন্যদিকে হজ্ব পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজ্বযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। হজ্ব কার্যক্রমে অংশগ্রহণকারী হজ্ব এজেন্সির সংখ্যা ৬০৩টি।