রহমত নিউজ 04 May, 2023 09:32 AM
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বেচাকেনার জিনিস নয়, কোনো বিচারক যদি বিচার বেচাকেনা করে তাহলে সেটা ডাকাতির চেয়ে খারাপ।
বুধবার (০৩ মে) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বাসভবনে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, অনেক সময় বিচারপ্রার্থীদের ন্যায় বিচার পেতে কষ্ট হয়। এখনো আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচার কাজটি দ্রুত শেষ করতে পারাটাই সাফল্য। বিচার প্রার্থীরা যাতে স্বল্প সময়ে বিচর পায় সেজন্য বিচারকদের পাশাপাশি আইজীবীদের সহযোগিতা দরকার।
তিনি বলেন, বিচার বেচাকেনার জিনিস নয়, কোনো বিচারক যদি বিচার বেচাকেনা করে তাহলে সেটা ডাকাতির চেয়ে খারাপ। এ ধরনের বিচারকে উইড্রো করে নেওয়া হবে। আইনজীবীদের আরও সহনশীল হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস শামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবীরা।