মূল পাতা শিক্ষাঙ্গন তেজগাঁও রেলওয়ে জামিয়ায় ভর্তি কার্যক্রম চলবে বৃহস্পতিবার পর্যন্ত
রহমত নিউজ ডেস্ক 30 April, 2023 04:36 PM
রাজধানীর তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ার ১৪৪৪-৪৫ হিজরী/২০২২-২৩ ঈসায়ী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম (২৯ এপ্রিল) শনিবার শুরু হয়েছে। চলবে ৪ মে বৃহস্পতিবার পর্যন্ত।
আজ (৩০ এপ্রিল) রবিবার রহমত নিউজকে বিষয়টি নিশ্চিত করে জামিয়ার মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী মাসঊদ জানান, আলহামদুলিল্লাহ। আমাদের জামিয়া গতকাল থেকে ভর্তি শুরু হয়েছে। কোটা থাকা সাপেক্ষে বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি চলবে। আর মেধা ও বয়সের প্রতি লক্ষ্য রেখে হাফেজ ছাত্রদের সুবিধার্থে ইবতিদায়ী ও তাইসির জামাতের কিতাবসমূহ এক বছরে পাঠদানের জন্য বিশেষ (খুসুসী) জামাত খোলা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা অতিসত্ত্বর যোগাযোগ করুন। এ বিভাগে সীমিত সংখ্যক ছাত্র ভর্তি নেওয়া হবে।
ভর্তি ইচ্ছুক ছাত্রদের খরচাদীর তথ্য
হিফজ ও নূরানী বিভাগ
ভর্তি ফরম : ৫০০ টাকা
ভর্তি ফি : ২৬৫০ টাকা
বেতন কার্ড : ৫০ টাকা
জেনারেটর ফি : ২০০ টাকা
স্মরণিকা কুপন : ১৫০ টাকা
পাঠাগার কুপন : ৫০ টাকা
মোট : ৩৬০০ টাকা
মাসিক চার্জ : আবাসিক : ৪০০০ টাকা অনাবাসিক ১৫০০ টাকা
কিতাব বিভাগ : ইবতিদায়ী, তাইসির ও খুসুসী
ভর্তি ফরম : ৫০০ টাকা
ভর্তি ফি : ২৬৫০ টাকা
বেতন কার্ড : ৫০ টাকা
জেনারেটর ফি : ২০০ টাকা
স্মরণিকা কুপন : ১৫০ টাকা
পাঠাগার কুপন : ৫০ টাকা
মোট : ৩৬০০ টাকা
মাসিক চার্জ : আবাসিক : ৩৫০০ টাকা অনাবাসিক ১৫০০ টাকা
মিযান, নাহবেমীর ও হেদায়াতুন নাহু
ভর্তি ফরম : ৫০০ টাকা
ভর্তি ফি : ২৬৫০ টাকা
বেতন কার্ড : ৫০ টাকা
জেনারেটর ফি : ২০০ টাকা
স্মরণিকা কুপন : ১৫০ টাকা
পাঠাগার কুপন : ৫০ টাকা
মোট : ৩৬০০ টাকা
মাসিক চার্জ : আবাসিক : ২৮০০ টাকা অনাবাসিক ১৫০০ টাকা
কাফিয়া ও শরহে বেকায়া
ভর্তি ফরম : ৫০০ টাকা
ভর্তি ফি : ২৬৫০ টাকা
বেতন কার্ড : ৫০ টাকা
জেনারেটর ফি : ২০০ টাকা
স্মরণিকা কুপন : ১৫০ টাকা
পাঠাগার কুপন : ৫০ টাকা
মোট : ৩৬০০ টাকা
মাসিক চার্জ : আবাসিক : ২৩০০ টাকা অনাবাসিক ১৫০০ টাকা
জালালাইন ও মিশকাত
ভর্তি ফরম : ৫০০ টাকা
ভর্তি ফি : ২৬৫০ টাকা
বেতন কার্ড : ৫০ টাকা
জেনারেটর ফি : ২০০ টাকা
স্মরণিকা কুপন : ১৫০ টাকা
পাঠাগার কুপন : ৫০ টাকা
মোট : ৩৬০০ টাকা
মাসিক চার্জ : আবাসিক ও অনাবাসিক ১০০০ টাকা
দাওরায়ে হাদিস
ভর্তি ফরম : ৫০০ টাকা
ভর্তি ফি : ২৬৫০ টাকা
বেতন কার্ড : ৫০ টাকা
জেনারেটর ফি : ২০০ টাকা
স্মরণিকা কুপন : ১৫০ টাকা
পাঠাগার কুপন : ৫০ টাকা
মোট : ৩৬০০ টাকা
মাসিক চার্জ : আবাসিক ও অনাবাসিক ৮০০ টাকা