মূল পাতা শিক্ষাঙ্গন আজ দিলুরোড মাদরাসার ভর্তির শেষ দিন
রহমত নিউজ ডেস্ক 29 April, 2023 12:42 PM
জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলুরোড মাদরাসার [৩৯/এ দিলুরোড, নিউ ইস্কাটন, রমনা, ঢাকা] ১৪৪৪/৪৫ হিজরী শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক ছাত্রদেরকে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের নিবেদন করা হচ্ছে-
পুরাতন ছাত্রদের ভর্তি : ৭ শাওয়াল
• নতুন ছাত্রদের ভর্তি : ৭ ও ৮ শাওয়াল
নিম্নোক্ত কিতাবসমূহ থেকে নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে-
আদব : আল-ইখতিবার আলা তাহদীলিল মুসতাওয়া
তাকমীল : মিশকাত শরীফ ১ম, হিদায়া-৩য়
মিশকাত : জালালাইন শরীফ ১ম, হিদায়া
জালালাইন : শরহে বিকায়া, নূরুল আনোয়ার (কিতাবুল্লাহ)
শরহে বিকায়া : কাফিয়া, মুখতাসারুল কুদুরী
কাফিয়া : হিদায়াতুন্নাহু, নূরুল ঈযাহ, ইলমুস সীগাহ
হিদায়াতুন্নাহু : নাহবেমীর, পাঞ্জেগাঞ্জ বা ইলমুছ ছরফ, রওযাতুল আদব
নাহবেমীর : মীযান, বাকুরাতুল আদব বা এসো আরবী শিখি
মীযান : তাইসীরুল মুবতাদী, উরদু কী তেসরী
তাইসীর : আল কুরআনুল কারীম, বাংলা, অংক, ইংরেজী
বি.দ্র. হিফয বিভাগের ছাত্রদের বয়স অনুর্ধ্ব ১৩ বছর হতে হবে। বেফাক জামাতে ভর্তিচ্ছুক ছাত্রদেরকে ছবি ও এন আইডি/জন্ম সনদ সঙ্গে আনতে হবে। নূরানী বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রদেরকে ছবি সঙ্গে আনতে হবে। কিতাব বিভগের শিক্ষার্থীগণ ভর্তি ফরম নিজে পূরণ করবে।
ইফতা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি
এক বছর মেয়াদী “আত-তাখাসসুস ফিল ফিক্বহি ওয়াল ইফতা” (উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগে) সীমিত কোটায় ছাত্র ভর্তি করা হবে।
নিয়মাবলী
ফরম বিতরণ : ৭ শাওয়াল
ভর্তি পরীক্ষার তারিখ :
মৌখিক : ৭ শাওয়াল সকাল ৯.০০টা
লিখিত : ৮ শাওয়াল বাদ জোহর
ভর্তি : ৯ শাওয়াল
লিখিত পরীক্ষার বিষয় : হিদায়া - ৩য় খন্ড (কিতাবুল বুয়ূ), নূরুল আনোয়ার (কিতাবুল্লাহ)
মৌখিক পরীক্ষার বিষয় : ক. হিদায়া- ৩য় খন্ড (কিতাবুল বুয়ু ) খ. উর্দূ কিতাব (ইবারত পড়ে সঠিক মাফহুম উপস্থাপন করতে হবে) গ. ফিক্হ সংক্রান্ত যেকোন বিষয়
সার্বিক যোগাযোগ : 01614752116 ০১৯১২৮৪৫৬৮২