| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন রবিবার আরজাবাদ জামিয়ায় ভর্তি শুরু 


রবিবার আরজাবাদ জামিয়ায় ভর্তি শুরু 


জামিল আহমদ     29 April, 2023     10:27 AM    


জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ [দারুস্ সালাম, মিরপুর] ঢাকা‘র ১৪৪৪-৪৫ হিজরী/২০২২-২৩ ঈসায়ী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল (৩০ এপ্রিল, ৯ শাওয়াল) রবিবার শুরু হবে।

নতুন ছাত্র ভর্তি
কাফিয়া, হেদায়াতুন্নাহু ও নাহবেমীর জামাতের ভর্তি পরীক্ষা লিখিত হবে। 
পরীক্ষার তারিখ : ৩০ এপ্রিল, ৯ শাওয়াল রবিবার সকাল ১১.০০ টা।
সানাবিয়া উলয়া-১ (কাফিয়া) : হেদায়াতুন্নাহু, নুরুল ইযাহ, ইলমে আদব।
মুতাওয়াসসিতাহ-৩ (হেদায়াতুন্নাহু) : নাহবেমীর, ইলমুছ ছরফ, রওজাতুল আদব।
মুতাওয়াসসিতাহ-২ (নাহবেমীর) : মিযান ও মুনশাইব, এসো আরবী শিখি।
উপরোল্লিখিত ৪ জামাত ব্যতীত উর্দূ থেকে দাওরায়ে হাদীস এবং মক্তব ও নাযেরা বিভাগের ভর্তি ২৯ এপ্রিল, ৮ শাওয়াল সকাল ৯.০০ টায় শুরু হবে।

তাকমীল (দাওরা)                           : মেশকাত আউয়াল, শরহে আকাইদ, হেদায়া সালেছ।
ফযীলত-২ (মেশকাত)                    : জালালাইন আউয়াল, হেদায়া সানী, নুরুল আনোয়ার।
ফযীলত-১ (জালালাইন)                  :  শরহে বেকায়া আউয়াল, নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ), মাকামাতে হারিরী।
সানাবিয়া উলয়া-২ (শরহে বেকায়া)  : কাফিয়া, উসুলুস শাশী, নফহাতুল আরব।
মুতাওয়াসসিতাহ-১ (মিযান)             : ফারসী পহেলী, উর্দূ তেছরী, বাংলা
তাইসির, সফফে তামরিন (ইবতিদাইয়্যাহ), উর্দূ :  হিফজ, বাংলা, গণিত, ইংরেজী

বিশেষ দ্রষ্ট্রব্য : দাওরা হাদিসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে মেশকাত জামাতের বেফাক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নম্বরপত্র আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। সকল জামাতের ভর্তি ইচ্ছুক ছাত্রকে বাধ্যতামূলক কুরআন শরীফ পরীক্ষা দিতে হবে।

ভর্তির সময় যা প্রয়োজন হবে-
ক. জন্ম নিবন্ধন সনদ (অনুর্ধ্ব ১৮ বছর)/ ভোটার আইডি কার্ড।
খ. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
গ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / সিটি কর্পোরেশনের কমিশনার/ পৌরসভার কমিশনারের প্রত্যয়নপত্র।
বিশেষ দ্রষ্ট্রব্য : সকল প্রয়োজনীয় কাগজপত্রের স্পষ্ট ফটোকপি আনতে হবে।

ভর্তি সংক্রান্ত প্রদেয়সমূহ
মাসিক খোরাকী, নাস্তা ও ব্যবস্থাপনা বিল
ভর্তি ফরম            : ৪০০
ভর্তি ফি                : ১৫০০/=
এককালীন প্রদেয়  : ২০০০/-
আইডি কার্ড        : ১০০/-
ছাত্র সংসদ চাঁদা  : ১০০/-
মোট : ৪১০০/=

খোরাকী (ফুল)    : ৬০×৩৫ = ২১০০/=
খোরাকী (হাফ)    : ৬০x৩০ = ১৮০০/=
নাস্তা (ফুল)    : ৩০x৩০ = ৯০০ /=
নাস্তা (হাফ)    : ৩০x২৫ = ৭৫০/=
ব্যবস্থাপনা বিল (প্রত্যেক ছাত্রের জন্য প্রযোজ্য) : ৫০০/=

ইফতা বিভাগ : ২৭ এপ্রিল, ৬ শাওয়াল বৃহস্পতিবার সকাল ৯.০০ টায় পরীক্ষা হবে। লিখিত : হেদায়া সালেছ, নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ)। মৌখিক : হেদায়া সানী

ইফতায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী: ১. ১৪৪৩-৪৪ হি./২০২২-২৩ শিক্ষাবর্ষে হাইআতুল উলয়ার পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের শশমাহী পরীক্ষায় গড়ে ৮০ নম্বর পেতে হবে। আবেদনপত্রের সাথে নম্বরপত্রের সত্যায়িত কপি অবশ্যই জমা দিতে হবে। ২. ১৪৪৩-৪৪হি/২০২২-২৩-এর পূর্বে ফারেগ ছাত্রদের আল-হাইআতুল উলয়ার পরীক্ষায় মুমতায় প্রাপ্ত হতে হবে। আবেদনপত্রের সাথে নম্বরপত্রের সত্যায়িত কপি অবশ্যই জমা দিতে হবে।