মূল পাতা শিক্ষাঙ্গন ফরিদাবাদ জামিয়ায় ভর্তির যাবতীয় কার্যক্রম চলছে
রহমত নিউজ ডেস্ক 29 April, 2023 12:50 PM
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা’র ভর্তির যাবতীয় কার্যক্রম আজ (৮ শাওয়াল) সকাল ৭ টায় শুরু হয়েছে।
ফরম বিতরণ শুরু : সকাল ৭: ০০ ঘটিকায়।
ভর্তি ফি
কাফিয়া থেকে ইফতা পর্যন্ত
ভর্তির ফরম : ১০০/-
ভর্তি ফি : ৪০০০/-
পত্রিকা ফি : ৩০০/-
খোরাকী : ১৫০০/-
মোট : ৫৯০০/-
খুছুছী থেকে হেদায়তুন্নাহু পর্যন্ত
ভর্তির ফরম : ১০০/-
ভর্তি ফি : ৪০০০/-
খোরাকী : ১৫০০/-
মোট : ৫৬০০/-
সকল জামাতেরই ভর্তি পরীক্ষা মৌখিক হবে, যে সকল কিতাব পরীক্ষা হবে, নিম্নে দেয়া হলো-
খুসুসী : কুরআন শরীফ (নাযেরা), সাধারন জ্ঞান। বাংলা ৩য় শ্রেণী।
মীযান : তাইসীরুল মুবতাদী, উর্দু কি তেসরী, বোর্ড পরীক্ষার ফলাফল।
নাহবেমীর : মীযানুস সরফ, আত্ ত্বরিকু ইলাল আরাবিয়্যা/বাকুরাতুল আদব'।
হেদায়াতুন্নাহু : নাহবেমীর, রওজাতুল আদব, পাঞ্জেগঞ্জ / ইলমুস সরফ/ বোর্ড পরীক্ষার ফলাফল।
কাফিয়া : হেদায়াতুন্নাহু, ইলমুস সীগাহ।
শরহে জামী : কাফিয়া, কুদূরী৷
শরহে বেকায়া : শরহে জামী ও কানযুদ দাকাইক
জালালাইন : শরহে বেকায়া, নূরুল আনোয়ার/ বোর্ড পরীক্ষার ফলাফল
মেশকাত : জালালাইন, হেদায়া-১,২।
তাকমীল : কোন পরীক্ষা দিতে হবে না। যেকোন বোর্ডের ফজিলত উত্তীর্ণ মার্কসীট নিয়ে আসতে হবে। মুমতাজ, জায়্যিদ জিদ্দান, জায়্যিদ বিভাগে উত্তীর্ণ ছাত্ররাই ফরম পাবে৷
যাতায়াত :
১. যেকোন জায়গা থেকে যাত্রাবাড়ি নেমে লেগুনা/বাসে পোস্তগোলা, সেখান থেকে রিকশা/লেগুনায় ফরিদাবাদ মাদরাসা।
২. যাত্রাবাড়ি মোড় থেকে রিকশায় (৫০ টাকা নিবে হয়তো) ফরিদাবাদ মাদরাসা। ৩. যেকোন জায়গা থেকে সদরঘাট নেমে লেগুনা/রিকশা যোগে ফরিদাবাদ মাদরসা।
সীমিত কোটায় ইফতা বিভাগে ভর্তি নেওয়া হবে।
ভর্তির জন্য আবেদনের যোগ্যতা : আহলে সুন্নাত ওয়াল জামাআত ও আকাবিরে দেওবন্দের মতাদর্শের অনুসারী হতে হবে। এ জামিয়ার আসাতিজায়ে কেরামের সিদ্ধান্ত ও কর্মপদ্ধতির প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আস্থাশীল হতে হবে। ফযীলত মারহালার কেন্দ্রীয় পরীক্ষায় এবং এ জামিয়া অথবা দেশের উল্লেখযোগ্য কোন মাদরাসা থেকে দাওরায়ে হাদীসে ২য় সাময়িক পরীক্ষায় 'মুমতাজ' বিভাগে উত্তীর্ণ হতে হবে। জামিয়ার মানহাজ অনুযায়ী দুই বছর নিরবচ্ছিন্ন ফিক্হ পড়াশোনার জন্য সম্পূর্ণ ফারেগ হওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। নির্ধারিত পড়া-শোনা ছাড়া অন্য কোন ব্যস্ততা রাখা যাবে না।
ভর্তি ফরম বিতরণের সময়: ৭ শাওয়াল ১৪৪৪ হিজরী, ২৯ এপ্রিল ২০২৩, শনিবার, সকাল ০৭:৩০ ঘটিকা থেকে ০৯:০০ ঘটিকা পর্যন্ত। ভর্তি ফরম বিতরণের স্থান : দারে আবু বকর রা. ২য় তলা।
ভর্তি পরীক্ষার সময় : সকাল ১০:৩০ ঘটিকা। দারে আবু বকর রা. ২য় তলায়। পরীক্ষার বিষয় : লিখিত : বুখারী শরীফ পূর্ণ, হিদায়া আখেরাইন। মৌখিক : উন্মুক্ত।