| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মারকাযুল কুরআন ঢাকায় ভর্তি হবেন যেভাবে


মারকাযুল কুরআন ঢাকায় ভর্তি হবেন যেভাবে


আলাউদ্দীন বিন সিদ্দীক     27 April, 2023     08:46 PM    


মারকাযুল কুরআন মাস্টারপাড়া, উত্তরখান, ঢাকার ১৪৪৪/৪৫হি. মোতাবেক ২০২৩/২৪ ইং শিক্ষাবর্ষের ভর্তি  শুরু হবে শুক্রবার (২৮ এপ্রিল) । পুরাতন শিক্ষার্থীদের শুধু মাত্র ৭ শাওয়াল (২৮ এপ্রিল) ভর্তি নেয়া হবে। আর নতুন শিক্ষার্থীদের ৭, ৮ ও ৯ শাওয়াল  (২৮, ২৯ ও ৩০ এপ্রিল) ভর্তি নেয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ফরম বিতরণ ও সকাল ৯টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। 

ভর্তি নির্দেশনা
ফরম: ১০০  টাকা।
ভর্তি ফি: ৩৫০০  টাকা।
বক্স/লকার ফি: ১০০০  টাকা (সকল বিভাগের নতুন ছাত্রদের জন্য প্রযোজ্য)
পাঠাগার ফি: ২০০ টাকা (শুধু কিতাব বিভাগের ছাত্রদের জন্য প্রযোজ্য)
বিবিধ: ২০০টাকা (আইডি কার্ড, সফটওয়্যার বিল)
মাসিক প্রদেয়: ৪০০০ টাকা।
এক মাসের প্রদেয়সহ ভর্তিকালীন মোট ফি ৯০০০/- (নতুন), ৮০০০/- (পুরাতন)


ফরমের সাথে যা যুক্ত করতে হবে:
গত বছরের বার্ষিক পরীক্ষার/কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলপত্র (২য়-তাকমীল)। জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।

বিশেষ জ্ঞাতব্য: নতুন ছাত্র ভর্তির ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতি জরুরি।


যে বিষয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে (ভর্তি পরীক্ষার ধরন: মৌখিক)

প্রথম বর্ষ :  ১. হাফেজদের ক্ষেত্রে হিফযুল কুরআন আর গায়রে হাফেজদের ক্ষেত্রে সহীহশুদ্ধ তিলাওয়াত। ২. বিশুদ্ধ বাংলা পাঠ ও লিখন ।

দ্বিতীয় বর্ষ: ১. আত-তরীকু ইলাল আরাবিয়্যাহ (পূর্ণ)। ২. আত-তরীকু ইলাস সারফ্। ৩. কাসাসুন নাবিইয়ীন-১ম খণ্ড।

তৃতীয় বর্ষ: ১. তাইসীরুল ফিকহিল মুয়াসসার। ২. আল কিরাআতুর রাশিদা ২য় খণ্ড। ৩. আত-তরীকু ইলান নাহু।

চতুর্থ বর্ষ:  ১. এসো কুরআন শিখি -৩য় খণ্ড। ২. হেদায়াতুন নাহু। ৩. মুখতারাত মিন আদাবিল আরব-১ম খণ্ড।

পঞ্চম বর্ষ (শরহে বেকায়া): ১. মুখতাসারুল কুদূরী। ২. উসূলুশ শাশী। ৩. কাফিয়া/ আল বালাগাতুল ওয়াদিহা ।

ষষ্ঠ বর্ষ (ফযীলত ১ম বর্ষ) : ১. শরহুল বেকায়া-১ম খণ্ড । ২. নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)। ৩. আল মাক্বামাতুল হারীরিয়্যাহ।

সপ্তম বর্ষ (ফযীলত ২য় বর্ষ) : ১. তাফসীরুল জালালাইন-পূর্ণ। ২. হিদায়া-২য় খণ্ড। ৩. নূরুল আনওয়ার (সুন্নাহ)।

অষ্টম বর্ষ (তাকমীল) : ১. মিশকাতুল মাসাবীহ-পূর্ণ । ২. হিদায়া-৩য় খণ্ড । ৩. শরহু নুখবাতিল ফিকার।

যাতায়াত: উত্তরা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে রিক্সা বা অটোযোগে মাস্টারপাড়া বাজার (ডাচ-বাংলা ব্যাংকের সামনে)
যোগাযোগ: ০১৬২১-০৮১৯৭৯, ০১৮৫৫-৩২১৩৭৫, ০১৮৫৮-৯২৬৭৮০।