মূল পাতা শিক্ষাঙ্গন ৩ দিন চলবে মাদানীনগর জামিয়ার ভর্তি কার্যক্রম
জামিল আহমদ 27 April, 2023 11:19 AM
আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর ঢাকা’র সকল বিভাগের ছাত্রদেরকে অবহিত করা যাচ্ছে যে, আগামী ১৪৪৪-৪৫ হিজরী / ২০২৩-২৪ ঈসায়ী শিক্ষাবর্ষের কার্যক্রম নিম্নে বর্ণিত তারিখ মোতাবেক অনুষ্ঠিত হবে।
পুরাতন ছাত্রদের ভর্তি : ২৭ এপ্রিল বুধবার। ৬ শাওয়াল, বৃহস্পতিবার।
মক্তব ও হিফজ বিভাগের ভর্তি পরীক্ষা : ৬, ৮ ও ৯ শাওয়াল, ২৭, ২৯ ও ৩০, বৃহস্পতি, শনি ও রবিবার
উর্দু থেকে হেদায়েতুন নাহু ভর্তি পরীক্ষা : ৮ ও ৯ শাওয়াল, ২৯ ও ৩০ এপ্রিল শনি ও রবিবার।
কাফিয়া থেকে তাকমীল ভর্তি পরীক্ষা
লিখিত পরীক্ষা : ৬ শাওয়াল, ২৭ এপ্রিল, বৃহস্পতিবার, সকাল ৮টা।
লিখিত পরীক্ষার ফলাফল : বৃহস্পতিবার বাদ আসর।
মৌখিক পরীক্ষা : বৃহস্পতিবার বাদ মাগরিব।
ফলাফল : ৭ শাওয়াল, ২৮ এপ্রিল, শুক্রবার জুমআর পূর্বে
ভর্তি : শুক্রবার বাদ জুমআ।
ইফতা, উলুমুল হাদিস, কিরাআত, ফনুনাত
ভর্তি পরীক্ষা : ৫ শাওয়াল ২৬ এপ্রিল, বুধবার
আরবী সাহিত্য বিভাগ
ভর্তি পরীক্ষা : ৭ শাওয়াল ২৮ এপ্রিল, শুক্রবার
কিতাব ও সিট বণ্টন : ৯ শাওয়াল, ৩০ এপ্রিল, রবিবার
সবক আরম্ভ : ১০ শাওয়াল ১ মে, সোমবার