| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত নতুন রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর : অ্যাটর্নি জেনারেল


নতুন রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর : অ্যাটর্নি জেনারেল


রহমত নিউজ ডেস্ক     15 February, 2023     05:25 PM    


২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচিত হওয়ার পর পদটি লাভজনক বলে প্রশ্ন তোলাকে অবান্তর মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, একদম সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি বৈধ। এটাতে কোনও প্রশ্ন করা উচিত না। আমার মতে যে প্রশ্ন করা হচ্ছে সেটা অবান্তর। সংবিধানের ৪৮, ৬৬ ও ১৪৭ অনুচ্ছেদ মিলিয়ে পড়লে দেখা যাবে; এটা কোনোভাবেই লাভজনক পদের মধ্যে পড়ে না। রাষ্ট্রপতি কেনোক্রমেই সরকারের কর্মে নিয়োজিত কোনও ব্যক্তি নন। যারা বিতর্ক তুলছে, ‘আমি জানি না কেন তারা এগুলো করছেন। তারা যদি বিষয়টি ভালোভাবে জানেন বিষয়টা তখন নিজেরাই বুঝতে পারবেন, এটা নিয়ে তাদের বিতর্ক করা ঠিক হচ্ছে না।

আজ (১৫ ফেব্রুয়ারি) বুধবার সুপ্রিম কোর্টের নিজ ক্যার্যালয়ে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক দুর্নীতি দমন কমিশনার মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সিইসি। দুদক আইনে কমিশনার কর্মবসানের পর প্রজাতন্ত্রের কোনও লাভজনক পদে নিয়োগ পাবেন না বলে উল্লেখ করা হয়েছে। আর এই নিয়েই বিভিন্ন মহল থেকে মো. সাহাবুদ্দিনের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

আর্টিকেল ১৪৭ অনুযায়ী এই পদকে লাভজনক পদ বলা হবে না’, ‘সবচেয়ে বড় বিষয় যেটা, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত পদ যেগুলো, সেগুলো সংবিধানের চ্যাপ্টার ৯ এ আছে। সেখানে এটার বর্ণনা দেওয়া আছে কারা পদ এবং আর্টিকেল ৪১ এ দেখেন সে পদগুলোতে তারা কতদিন কাজ করবেন সেটা নির্ধারণ করবেন রাষ্ট্রপ্রতি। তাহলে রাষ্ট্রপতি তো নিজের কার্যকাল ঠিক করতে পারেন না। তার কার্যকাল অন্যরা ঠিক করেন এজন্য তাকে এখানে রাখা হয়নি।’

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘একই ধরনের প্রশ্ন আসছিল, যখন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ ১৯৯৬ এ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তখন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু বকর রিট করেছিলেন এবং সেই রিট খারিজ হয়। সেখানে তার বক্তব্য ছিল, রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের লাভজনক পদ। কিন্তু তৎকালীন হাইকোর্ট বিভাগ স্পষ্ট কিছু ঘোষণা দেন। যার মধ্যে অন্যতম ছিল, এটা প্রজাতন্ত্রের লাভজনক কোনো কর্মকর্তা নয়। সংবিধানে বর্ণিত লাভজনক পদগুলো হলো, হাইকোর্ট বিভাগের যে জাজমেন্ট আছে সেখানে স্পষ্ট করে লেখা, রায়ের আলোকে আমি বলতে পারি, নবম ভাগে যে চাকরিগুলোর কথা বলা হয়েছে, সেগুলো লাভজনক পদ এবং সংবিধানে লাভজনক পদের সঙ্গা দেওয়া আছে।