রহমত নিউজ 08 December, 2022 12:39 PM
পুলিশের হয়রানি বন্ধের দাবিতে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘটের ডাক দেওয়ায়, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নাজিরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রীবাহী কোনো বাস-মিনিবাস ছেড়ে যায়নি।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা পরিবহন মালিক সমিতির ডাকে খাগড়াছড়ি জেলার মালিক ও শ্রমিক সংগঠনরা সংহতি জানিয়ে বাস মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন। হঠাৎ করে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা।
এ বিষয়ে মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান জানান, গণহারে বাস-মিনিবাস রিকুইজিশনসহ পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গণপরিবহনগুলোকে রিকুইজিশন করায় মালিক শ্রমিকরা আর্থিকভাবে সংকটে পড়ছেন। এর ওপর পুলিশসহ সড়কে নানারকম হয়রানি রয়েছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর