| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে বিএনপিকে ছাড় দেবো না: ওবায়দুল কাদের


বাড়াবাড়ি করলে বিএনপিকে ছাড় দেবো না: ওবায়দুল কাদের


রহমত ডেস্ক     07 November, 2022     10:32 AM    


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি ১০ ডিসেম্বর রাস্তায় বের হবে। ১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়াকে নিয়ে বিজয় মিছিল করবে। তার মানে লাঠিসোটা নিয়ে নামবে। এর বিরুদ্ধে খেলা হবে। বাড়াবাড়ি করলে ছাড় দেব না।

রবিবার (০৬ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে  ওবায়দুল কাদের আরও বলেন, ‘বেগম জিয়া কীভাবে মুক্ত হয়ে বাসায় গেছেন? ১৩ বছরে ১৩ মিনিট রাস্তায় দেখিনি। বিক্ষোভের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিনেমা দেখেছেন। আর পুলিশের গতিবিধি লক্ষ করেছেন। নিজের দলের নেতার জন্য চোখে পড়ার মতো মিছিল বাংলাদেশের কোথাও দেখিনি। বেগম জিয়াকে শেখ হাসিনা উদারতা দেখিয়ে নির্বাহী আদেশে বাসায় থাকতে দিয়েছেন। বয়স ও স্বাস্থ্য বিবেচনা করে মানবিক কারণে মুক্ত করে বাসায় পাঠিয়েছেন। আপনারা তো তার জন্য কিছুই করতে পারেননি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাড়াবাড়ির কথা প্রধানমন্ত্রী বলেছেন। বক্তব্য দেন- শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা। আর রাজনীতি করব না বলে দেশ ছেড়ে ২০০৮ সালে, মুচলেকা দিয়ে লন্ডন গেছেন নেতা। খেলা হবে এমনি বলিনি।’

‘খেলা হবে’ শ্লোগান  নিয়ে জাতীয় পার্টির ফিরোজ রশীদের সমালোচনার জবাবে  ওবায়দুল কাদের বলেন, ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে, সেখানে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছেন। সেখানে মূল শ্লোগান ছিল ‘খেলা হবে’। নরেন্দ্র মোদিও দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে এগুলো বলে বক্তব্য দিয়েছেন। এটা কোনো হালকা বিষয় নয়। রাজনীতিতে এ পলিটিক্যাল হিউমার আছে। আমি কালকে বাড্ডায় বক্তব্য দিয়েছি। দেড়-দুই লাখ মানুষ সারা মাঠ খেলা হবে বলেছেন। জনগণ তো এটা অপছন্দ করছেন না। আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না, আপনি বলবেন না। আমি বলব, এটা একটা পলিটিক্যাল শ্লোগান । পশ্চিমবঙ্গ ও ভারতে এ শ্লোগান বেশি হয়েছে। তাতে কি গণতন্ত্র হালকা হয়ে গেছে? জনগণ কি সেটা মনে করে? জনগণ তো সমস্বরে শ্লোগান দিচ্ছে। উচ্চারণ করছে। যেহেতু জনগণ বলছে, আমি তো সে জন্য বলছি। হালকা কথা। হালকা কৌতুক রাজনীতিতে আছে। গণতান্ত্রিক দেশে আরও বেশি হয়। আপনাদের মতো বাজে ভাষা, অশালীন ভাষায় আমরা কিন্তু কথা বলি না। হাসিনা হাসিনা, সর্দারও বলে। ছাগলের তৃতীয় বাচ্চাও বলে।