| |
               

মূল পাতা রাজনীতি বাম দল বাউলিয়ানা বাঙালির সাংস্কৃতিক ভাণ্ডারের অমূল্য সম্পদ : ইনু


বাউলিয়ানা বাঙালির সাংস্কৃতিক ভাণ্ডারের অমূল্য সম্পদ : ইনু


রহমত নিউজ     18 October, 2022     08:23 AM    


বাঙালির দেশজ সংস্কৃতির বিপরীতে ধর্মকে দাঁড় করানোর বস্তাপচা অপরাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিপরীতে ইসলাম ধর্মকে দাঁড় করিয়েছিল তারা এখনো বাঙালির দেশজ সংস্কৃতির বিরুদ্ধে ধর্মকে দাঁড় করিয়ে রাজনীতি করছে। লালন সাঁইজিসহ দেশের বাউল, বৈষ্ণব, সুফি, সাধকরা সব বৈষম্য ও অশান্তির বিরুদ্ধে সাম্য ও মানবতার বাণী প্রচার করেছেন। তারা শান্তির দূত ছিলেন। বাউলিয়ানা বাঙালির সাংস্কৃতিক ভাণ্ডারের অমূল্য সম্পদ। তাই দেশজ বাঙালি সংস্কৃতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা এবং বাউলদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মের নামে মানুষ ও সমাজের মধ্যে ভাগাভাগি, অসহিষ্ণুতা, সহিংসতা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, অশান্তি, অসমতা ও বৈষম্যের বিপরীতে সাম্য-সমতা-শান্তি-মানবতার বাণীকে ঊর্ধ্বে তুলে ধরে জাতীয় সাংস্কৃতিক পুনর্জাগরণের আহ্বানে দলীয়ভাবে দেশব্যাপী ‘লালন দিবস’ পালন করা হয়। এ উপলক্ষে জাসদের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় লালনগীতি পরিবেশন, আলোচনা সভা, বাউল সমাবেশ, র‍্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি,