মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস ‘শীতে করোনার আরো একটি ঢেউয়ের আঘাত হানতে পারে’
স্বাস্থ্য ডেস্ক 13 October, 2022 09:03 AM
এখনও পৃথিবী থেকে বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ বিদায় নেয়নি জানিয়ে আসন্ন শীতে এর আরো একটি ঢেউয়ের আঘাত হানতে পারে বলে ইউরোপের বিভিন্ন দেশকে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এবং ইউরোপের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা-ইসিডিসি।
বুধবার (১২ অক্টোবর) ডব্লিউএইচওর ইউরোপ শাখা কার্যালয়ের পরিচালক হ্যান্স ক্লাগ ও ইসিডিসি’র পরিচালক আন্দ্রেয়া আমন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, ইউরোপে ফের বাড়ছে এই রোগের দৈনিক সংক্রমণ। সংক্রমণের যে চিত্র, তাতে শিগগিরই করোনার আরও একটি ঢেউ আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আসন্ন শীতেই আসতে পারে এই ঢেউ। ইউরোপ মহাদেশভুক্ত বেশিরভাগ দেশেই করোনার টিকা খুবই সহজলভ্য। কিন্তু জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর গণটিকাদান কার্যক্রমের শুরু থেকেই টিকা নেওয়ার ব্যাপারে অনীহা ছিল ইউরোপের জনগণের একটি বড় অংশের মধ্যে। সেই অনীহা এখনও রয়েছে। অবিলম্বে আমাদের সবারই টিকার ডোজ নেওয়া উচিত। কারণ নষ্ট করার মতো পর্যাপ্ত সময় এখন আর আমাদের হাতে নেই।