| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ২৮ সেপ্টেম্বর অনলাইনে দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন শুরু


২৮ সেপ্টেম্বর অনলাইনে দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন শুরু


রহমত ডেস্ক     29 August, 2022     07:15 PM    


আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে, ১৪৪৪ হিজরী/২০২৩ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন অনলাইনে হবে। নিজ নিজ মাদরাসার কম্পিউটার থেকে প্রত্যেক মাদরাসা দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করাবে। ১ রবিউল আউওয়াল ১৪৪৪ হিজরী, ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

আজ (২৯ আগস্ট) সোমবার আল-হাইআতুল উলইয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে সুষ্ঠুভাবে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ধাপে আল-হাইআতুল উলয়া বিগত বছরের প্রত্যেক মারকায-মাদরাসার কম্পিউটার জানা এক ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করবে। দ্বিতীয় ধাপে মারকায মাদরাসাসমূহ নিজ নিজ আওতাধীন মাদরাসাসমূহের কম্পিউটার জানা একজনকে প্রশিক্ষণ প্রদান করবে। আল-হাইআতুল উলয়ার অফিস প্রশিক্ষণে সব ধরণের সহায়তা প্রদান করবে। ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখ, শনিবার থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আল-হাইআতুল উলয়ার অফিসের দায়িত্বশীলগণ মারকায-মাদরাসার সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রত্যেক মারকায-মাদরাসাকে প্রশিক্ষণের সময়সূচি অবহিত করবেন। এ বিষয়ে সকল মাদরাসার মুহতামিম ও দায়িত্বশীলগণের সহযোগিতা একান্তভাবে কাম্য।