| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি বৈশ্বিক পরিস্থিতি ভালো হলে বিদ্যুৎ-জ্বালানির মূল্য সহনীয় হবে: প্রতিমন্ত্রী


বৈশ্বিক পরিস্থিতি ভালো হলে বিদ্যুৎ-জ্বালানির মূল্য সহনীয় হবে: প্রতিমন্ত্রী


রহমত ডেস্ক     16 August, 2022     09:42 PM    


বৈশ্বিক পরিস্থিতি ভালো হলে বিদ্যুৎ-জ্বালানির মূল্য সহনীয় হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন,  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানির বাজার ঊর্ধ্বমুখী।যার ভুক্তভোগী বাংলাদেশও। তবে বৈশ্বিক পরিস্থিতি ভালো হলে চলতি বছরের শেষ নাগাদ বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সহনীয় পর্যায় চলে আসবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিদ্যুৎ, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শেখ হাসিনার সরকার ইতোমধ্যে কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ বৈশ্বিক পরিস্থিতি ভালো হলে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সহনীয় পর্যায় চলে আসবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, সেসব সামরিক স্বৈরশাসক বিদ্যুৎ ও জ্বালানি খাতের দিকে নজর দেয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছেন। ফলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এখন বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখতে পারছে। দেশের প্রায় প্রতিটি বাড়িতে আমরা নিরবচ্ছিন বিদ্যুৎ দেওয়ার প্রস্তুতি নিয়েছি, আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি। যার ফলশ্রুতিতে সরকার বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে।