| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম


বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম


আন্তর্জাতিক ডেস্ক     16 August, 2022     09:34 PM    


বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। টানা তিন সপ্তাহ বাড়ার পর স্বর্ণের দাম কমলো। অবশ্য টানা তিন সপ্তাহ বাড়ার আগে টানা চার সপ্তাহ স্বর্ণের দাম কমেছিল। সোমবার (১৫ আগস্ট) প্রতি আউন্সের দরপতন হয়েছে ১ শতাংশের ওপরে। এর আগে বেশ কয়েক দিন ধরে এর দাম দেশের বাজারে বাড়ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির জানায়, স্পট গোল্ডের দাম কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। প্রতি আউন্স তা বিক্রি হচ্ছে ১৭৭৫ দশমিক ২০৪ ডলারে। এর আগে গত সপ্তাহে সোনার মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়।

এদিন ইউএস গোল্ড ফিউচার্সের দর নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭৯০ দশমিক ৩০ ডলারে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ধীর হলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াবে এমন আশঙ্কায় বিনিয়োগ থেকে আপাতত বিরত থাকছেন স্বর্ণে ব্যবসায়ীরা।

এফএক্সটিএমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, স্বর্ণের বাজার বর্তমানে দোদুল্যমান অবস্থায় রয়েছে। চীনে অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে।