রহমত ডেস্ক 02 August, 2022 11:21 AM
সৌদি আরবে ভবন থেকে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মাহবুবুল আলম (৪০)। দেশটির আবহা শহরের মাহাইল এলাকায় রংয়ের কাজ করতে গিয়ে তিনি নিহত হন। সোমবার (০১ আগস্ট) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতে তাঁর নিজ বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় খবরটি পৌঁছায়।
নিহত মাহবুবুল আলম উপজেলা সদরের নেয়াজটেক এলাকার আহমদ মিয়ার ছেলে। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়নের নেয়াজরটেক এলাকার মাহাবুবুল আলম নামের এক ব্যক্তি সৌদি আরবে মারা গেছেন বলে পরিবারের লোকজনের কাছ থেকে শুনেছি।’
নিহত মাহবুবুল আলমের আত্মীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ বাবুল বলেন, ‘আমার ভাগনে মাহবুবুল আলম প্রায় আড়াই বছর আগে ছুটি শেষে ফের সৌদি আরবে যান। সোমবার সৌদি আরবের আবহা শহরের মাহাইলে রং করার সময় তিনি দেয়াল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। তাঁর মরদেহ বর্তমানে আবহা শহরের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।’
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মাহবুবুলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তবে, আইনি প্রক্রিয়া জটিল হলে সেখানেই দাফনের কথা রয়েছে।