মূল পাতা মুসলিম বিশ্ব পাকিস্তানে ৬ সামরিক কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ
মুসলিম বিশ্ব ডেস্ক 02 August, 2022 02:44 PM
পাকিস্তানের বেলুচিস্তানে ঊর্ধ্বতন ৬ সামরিক কর্মকর্তাসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। সোমবার (১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বেলুচিস্তানের লাসবেলায় বন্যার ত্রাণ অভিযানে থাকা পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে এটিসির (এয়ার ট্রাফিক কন্ট্রোল) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
হেলিকপ্টারটিতে লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয়জন আরোহী ছিলেন। পাকিস্তান কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টিও নিখোঁজ হেলিকপ্টারটিতে ছিলেন বলে জানিয়েছে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটির সন্ধানে অভিযান চলছে এবং তথ্য পাওয়া গেলে আরও বিস্তারিত জানানো হবে।
উদ্ধার অভিযান সম্পর্কে পুলিশের খুজদার রেঞ্জের উপ-মহাপরিদর্শক পারভেজ উমরানি সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের কর্মীরা গত পাঁচ ঘণ্টা ধরে যৌথ অনুসন্ধান অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ তৎপরতায় হেলিকপ্টারসহ সামরিক বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।
সূত্র : ডন