| |
               

মূল পাতা জাতীয় মুসলমান নাম থাকলেই মুসলমান হয় না: ডা. জাফরুল্লাহ


ফাইল ছবি

মুসলমান নাম থাকলেই মুসলমান হয় না: ডা. জাফরুল্লাহ


রহমত ডেস্ক     17 July, 2022     10:33 PM    


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘কোনো সজ্জন মুসলমান কারো বাড়িতে আগুন দিতে পারেন না। মুসলমান নাম থাকলেই তিনি মুসলমান হন না। মুসলমান নাম থাকলেই আল্লাহর বান্দা হয় না। মুসলমান যদি সজ্জন মুসলমান না হয়, তবে সে মানুষের অধম।  ’

আজ রোববার (১৭ জুলাই) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির কারনে সহিংসতায় ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শনকালে তিনি এ একথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, শুধু সংখ্যালঘু নামের কারণে দরিদ্র মানুষের ওপর অত্যাচার চলছে। আমাদের সবাইকে মিলে দরিদ্রতার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের স্বপ্নই ছিল অসাম্প্রদায়িক। এ হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।