রহমত ডেস্ক 15 July, 2022 12:50 PM
হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন এক হাজার ১৭৪ হাজী। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন।
শুক্রবার (১৫ জুলাই) সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার তিনটি ফ্লাইটে দেশে ফেরেন এই হাজিরা। রাত সাড়ে ১০টায় প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৬ জন হাজী ঢাকায় পৌঁছান। এর পর পর্যায়ক্রমে দুটি ফ্লাইটে বাকি হাজিরা দেশে ফেরেন। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা।
এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রা শুরু হয় গত ৫ জুন। শেষ হয় ৫ জুলাই। ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
এবার বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন পবিত্র হজ পালন করেছেন। আর বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইট সৌদি আরবে যায়।গত ৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এবছর হজে গিয়ে সৌদি আরবে ইন্তিকাল করেছেন ১৬ জন হজযাত্রী। ইন্তিকাল করা ১৬ হজযাত্রীর মধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন, মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন।