রহমত ডেস্ক 30 June, 2022 01:18 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।
বুধবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রানীরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মোহাম্মদ সেলিমের কসমেটিকসের দোকান, মো. জাহাঙ্গীরে সার ও বীজের দোকান, আবুল হোসেনের সার ও বীজের দোকান ও যীশু শীলের সেলুনের দোকান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, রাত আনুমানিক ২ টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে চারটি দোকান পুড়ে যায়।
তিনি আরও বলেন, আগুন নেভাতে আমাদের পাশাপাশি কাউখালি ফায়ার সার্ভিসের টিমও এসেছে। পুলিশ এবং স্থানীয়রাও আগুন নেভাতে সহযোগিতা করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া