| |
               

মূল পাতা জাতীয় ‘দেশের ২২টি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন মুক্তিযোদ্ধারা’


‘দেশের ২২টি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন মুক্তিযোদ্ধারা’


রহমত ডেস্ক     26 June, 2022     03:36 PM    


‘মুক্তিযোদ্ধারা দেশের ২২টি বিশেষায়িত হাসপাতালে শতভাগ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এখন থেকে দেশের ২২টি বিশেষায়িত হাসপাতালে শতভাগ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। তাদের চিকিৎসায় প্রতিটি হাসপাতালে অগ্রীম ৫০ থেকে ৬০ লক্ষ টাকা দেয়া থাকবে।

রোববার (২৬ জুন) সকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট, আইডি কার্ড প্রদান ও সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা সংক্রান্ত বুকলেটের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, প্রত্যেক উপজেলায় ২ মাসের মধ্যে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হবে। তাতে ১২ ধরনের সিকিউরিটি বার কোড এবং সার্টিফিকেটে ১৪ ধরনের আল্ট্রা ভায়োলেট নিরাপত্তা ব্যবহার করা হয়েছে। যাতে কেউ জাল করতে না পারে। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।