| |
               

মূল পাতা প্রবাস সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর ইন্তিকাল


সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর ইন্তিকাল


রহমত ডেস্ক     13 June, 2022     11:41 AM    


সৌদি আরবে মো. জাহাঙ্গীর কবির নামের বাংলাদেশি এক হজযাত্রী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজ পালন করতে সৌদি আরবে পৌঁছানোর পর তিনি ইন্তিকাল করেন। ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

১১ জুন মক্কা আল-মুকাররমায় তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলম।

গত ৫ জুন থেকে সর্বমোট ৭,৫৭৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। সৌদি পৌঁছানোর পর এই প্রথম কোন বাংলাদেশি ইন্তেকাল করলেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।