রহমত ডেস্ক 08 June, 2022 08:37 AM
চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকার জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৮ জুন) সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। এরপর ঘটনাস্থলে ৬টি ইউনিট গিয়ে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সকাল সাতটা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। জুতার কারখানায় জুতা তৈরির সরঞ্জাম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
তিনি আরও বলেন, জুতার কারখানাগুলোর চারদিকে দেওয়াল দিয়ে ওপরে টিনশেড দেওয়া হয়েছে। আগুন লাগার পরে নিয়ন্ত্রণে টিন খুলে ভেতরে পানি দেওয়া হয়। আগুনে ছোট ৬টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।