| |
               

মূল পাতা জাতীয় আরও ৪ কনটেইনারে রাসায়নিক আছে: সেনাবাহিনী


আরও ৪ কনটেইনারে রাসায়নিক আছে: সেনাবাহিনী


রহমত ডেস্ক     06 June, 2022     02:23 PM    


চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে থাকা আরও চারটি কনটেইনারে রাসায়নিক রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার দুপুর ১২টার দিকে তিনি বলেন, সেনাবাহিনী গতকাল রোববার থেকে দুর্ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসকে সহায়তা করা হচ্ছে।

আরিফুল ইসলাম আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আরও চারটি কনটেইনারে রাসায়নিক রয়েছে। যেসব কনটেইনারে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে, তা বন্ধের চেষ্টা চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বাকি কাজ করা হবে।’

চারটি কনটেইনারেই হাইড্রোজেন পার-অক্সাইড রয়েছে কি না, প্রশ্ন করা হলে আরিফুল ইসলাম বলেন, ‘হতে পারে, আবার অন্য রাসায়নিকও থাকতে পারে।’

কনটেইনার থেকে ধোঁয়া বের হলে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘যেসব কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে, সেগুলোর ভেতরে কাপড় ছিল। পানি ছিটানোর পর আগুন নিভে কাপড় থেকে ধোঁয়া বের হচ্ছে।’

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নিহত হয়েছে ৪৯ জন ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।