| |
               

মূল পাতা রাজনীতি 'ধর্মনিরপেক্ষ বাংলাদেশে ইসলামকে সামনে আনেন জিয়া'


'ধর্মনিরপেক্ষ বাংলাদেশে ইসলামকে সামনে আনেন জিয়া'


রহমত ডেস্ক     31 May, 2022     08:50 AM    


প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষ বাংলাদেশে ইসলামকে সামনে আনেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আবু সাঈদ খান। তিনি বলেন, ‘পাকিস্তানি ধ্যান ধারণা ও প্রশাসনকে সঙ্গে নিয়েই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। যার ফলে মোশতাক সরকারের সঙ্গে তারা হাত মিলিয়েছে এবং ৭৫-এর মতো ঘটনার জন্ম। ধর্মনিরপেক্ষ বাংলাদেশে ইসলামকে সামনে আনেন জিয়াউর রহমান, আর এরশাদ সেটার বাস্তবায়ন করেন।’

মঙ্গলবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি আয়োজিত শিবিরের হাতে নিহত জামিল আক্তার রতনের ৩৪তম শহীদ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বাংলাদেশে জামাত ইসলামের উত্থান, রাষ্ট্রধর্ম ইসলাম ও সাম্প্রতিক সাম্প্রদায়িক পরিস্থিতি’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আবু সাঈদ খান বলেন, ‘বর্তমানে ১৪ দলের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের চর্চা চলছে। কিন্তু সেটা কতটুকু বাস্তবায়ন করছে সেটি এখন প্রশ্ন। বরং বাম সংগঠনগুলো কিছু সুবিধা নিয়ে সরকারের যে দুর্নাম রয়েছে তার ভাগীদার হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামি ঐক্যজোটের সভাপতি মিছবাহুর রহমান চৌধুরী, রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) সাধারণ সম্পাদক জান্নাত ফেরদৌস লাকী , বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল ও অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।