| |
               

মূল পাতা রাজনীতি ‘জরুরীভিত্তিতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করতে হবে’


‘জরুরীভিত্তিতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করতে হবে’


রহমত ডেস্ক     18 May, 2022     07:20 PM    


সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষের সাহায্যে সরকারের পক্ষ থেকে অবিলম্বে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের আহবান জানিয়ে সামর্থবান সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ (১৮ মে) দলের সহ প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় আহবান জানান।

নেতৃদ্বয় বলেন, টানা বর্ষণ আর ভারত থেকে আসা ঢলের পানিতে সিলেটের সিলেট নগরী ও কানাইঘাট-জকিগঞ্জসহ অনেকগুলো উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়েে পরেছে। বন্যাপরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। আকস্মিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের লাখো মানুষ অবর্ননীয় দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। ব্যাপক ফসলহানীর কবলে পরেছে সিলেট-সুমাগঞ্জের কৃষকরা। এ অবস্থায় বন্যাদুর্গত মানুষের মধ্যে দ্রুত ত্রাণ সরবরাহ করা প্রয়োজন। সরকারকে জরুরীভিত্তিতে সিলেট-সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকায় জরুরী ত্রাণ সরবরাহ করতে হবে। একইসাথে সমাজের সামর্থবানদেরকেও জরুরীভিত্তিতে বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তারা।