রহমত ডেস্ক 14 May, 2022 06:04 PM
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি-ঘাদানিকের সমন্বয়ে গঠিত তথাকথিত গণকমিশন নামে ইসলামবিদ্বেষী সংগঠনটি বরাবরের মতোই দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও মাদরাসার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট শ্বেতপত্র প্রকাশ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব মিথ্যা বক্তব্যের কারণে দেশে চরম অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের ওলামায়ে কেরামের বিষয়ে তদন্ত করার অধিকার তাদেরকে কে দিলো? তারা বিশ্ব দরবারে সরকারকে এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার অপপ্রয়াস চালাচ্ছে। অতএব, যারা এসব উসকানিমূলক কর্মকাণ্ড করছে, সরকার যেন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করে।
আজ (১৪ এপ্রিল) শনিবার সকাল ৮ ঘটিকায় খিলগাঁও মাখজানুল উলুমে অবস্থিত খতমে নবুওয়তের কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভা সভাপতিত্বে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, মুফতি কামাল উদ্দীন, মাওলানা শাব্বির আহমাদ, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা আল-আমীন মুফতী মোরশেদ বিন নুর,মুফতি ইউনুছ প্রমূখ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়ের মুসলমানদের ঈমান আক্বিদা ধ্বংসের অপতৎপরতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু ইসলামের নামে প্রতারণা করার কোনো সুযোগ নেই। তাই অনতিবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদের সকল অপতৎপরতা বন্ধ করতে সরকারের নিকট জোর দাবী জানান। তাছাড়া মিটিংয়ে সিদ্ধান্ত হয়, কুরবানির আগে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকার সকল জোনের কমিটি পুনর্গঠন করা হবে, ইনশাআল্লাহ।