রহমত ডেস্ক 08 May, 2022 02:31 PM
সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ যে কথা বলে তারা তা রাখে না। এটা হলো তাদের চরিত্র। জনগণের সঙ্গে তারা প্রথম থেকে প্রতারণা করছে। স্বাধীনতার পর থেকেই তারা প্রতারক। আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে নির্বাচন নিয়ে আলোচনাও করবে না বিএনপি। একটা কথাও হবে না যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে।
রোববার (০৮ এপ্রিল) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
ফখরুল বলেন, এই অনির্বাচিত সরকার আবারও ক্ষমতা কুক্ষিগত করার জন্য এখন থেকেই তারা সন্ত্রাস আরম্ভ করে দিয়েছে। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার বাড়ি দাউদকান্দিতে গিয়েছিলেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর তিতাসে দাওয়াতে যাওয়ার উদ্দেশে গেটের বের হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী সন্ত্রাসীরা লাঠিসোটা-ইটপাটকেল নিয়ে মোশাররফ হোসেন ও নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। বৃষ্টির মতো তারা ইট মারতে থাকে। কিছুক্ষণ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তিনি বলেন, ড. মোশাররফের ওপর হামলার ঘটনাকে আমরা মনে করি দলের ওপর হামলা। এটা কোনোভাবে আমরা খাটো করে দেখতে পারি না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা করে প্রমাণ করেছে তাদের চরিত্রের এতটুকু পরিবর্তন হয়নি, বিএনপি তথা ভিন্ন মতকে দমন-নির্মূল করার জন্য তারা পুরোপুরি চরম সন্ত্রাস শুরু করেছে। এই সন্ত্রাসের মধ্য দিয়ে তারা স্বৈরাচারী-ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
এ সময় দেশের কোথায় কোথায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে সেই তথ্য তুলে ধরেন বিএনপি মহাসচিব।