| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামিয়া শারইয়্যাহ মালিবাগে ভর্তি হতে মানতে হবে যেসব শর্ত


জামিয়া শারইয়্যাহ মালিবাগে ভর্তি হতে মানতে হবে যেসব শর্ত


জামিল আহমদ     07 May, 2022     12:35 PM    


জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকার ১৪৪৩/৪৪হিঃ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী সোমবার (০৯ মে) ৭ শাওয়াল সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে। ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে যথাসময়ে ভর্তির কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাদরাসা কতৃপক্ষ।

নতুন ছাত্রের জন্য ভর্তির নিয়মাবলী :
১. ভর্তিচ্ছু ছাত্র জামিয়ার অফিস কক্ষ হতে ভর্তি ফরম সংগ্রহ করবে। ভর্তি ফরম প্রদান করবেন দুইজন। জামিয়ার একজন শিক্ষক এবং অফিসের একজন স্টাফ। ২. ভর্তি ফরম সংগ্রহ করার পর আবেদনকারী ছাত্র ভর্তি ফরমে নির্দেশিত সকল খালি ঘর স্পষ্ট অক্ষরে নির্ভুলভাবে পূরণ করবে। ৩. ভর্তি ফরমের সাথে বাধ্যতামূলক নিজের সদ্য তােলা এক কপি পাসপাের্ট সাইজের ছবি এবং এন. আই. ডি. কার্ডের ফটোকপি/জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংযুক্ত করবে।

৪. তারপর আবেদনকারী ভর্তিচ্ছু ছাত্র নিজের চুল-দাড়ি, বেশ-ভূষা যাচাই-এর জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষকের নিকট যাবে এবং পরীক্ষা দিয়ে তার দস্তখত সংগ্রহ করবে। উল্লেখ্য যে, সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষক নিম্নোক্ত বিষয়াদি লক্ষ্য করবেন। ক. চুল-দাড়ি সুন্নত মােতাবেক যথাযথ আছে কি না? খ. বেশ-ভূষা যথাপােযােগী কি না? গ. ভর্তি ফরমের সাথে ছবি, এন. আই. ডি. কার্ড/জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং জরুরী কাগজপত্র যুক্ত আছে কি না? ঘ. ছবির সাথে আবেদনকারী ছাত্রের চেহারার মিল আছে কি না? অর্থাৎ, ছবিটি আবেদনকারীর- এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন কি না?

৫. তারপর মুহতামিমে জামিয়ার নিকট হতে ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষক নির্ধারণপূর্বক দস্তখত সগ্রহ করবে। ৬. তারপর ফরমে উল্লিখিত পরীক্ষকের নিকট গিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করবে। ৭. পরীক্ষা নেওয়ার পর পরীক্ষক আবেদনকারীর ভর্তি ফরমে ভর্তি নম্বর প্রদান করে ফরমটি নিজ যিম্মায় নিয়ে নিবেন এবং | দফতরে ইহতিমামে জমা দিবেন। ৮. তারপর আবেদনকারী ছাত্র ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকবে।

৯. ভর্তি পরীক্ষার ১ম দিন রাত ১০টায় দফতরে ইহতিমাম সংশ্লিষ্ট নােটিশ বাের্ডে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের মধ্য হতে পরীক্ষায় উত্তীর্ণ ও ভর্তিযােগ্য ছাত্রদের নামের তালিকা প্রকাশ করা হবে। (উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষার ২য় দিনে উত্তীর্ণ ও ভর্তিযােগ্য ছাত্রদের নামের তালিকা প্রকাশ হবে সংশ্লিষ্ট দিন বাদ মাগরিব।)

১০. তারপর তালিকাভুক্ত ছাত্র দফতরে ইহতিমাম হতে তার ভর্তি ফরম সংগ্রহ করে চুড়ান্ত অনুমােদনের জন্য মুহতামিমে জামিয়া বরাবর ভর্তি ফরম পেশ করবে এবং দস্তখত সংগ্রহ করবে। 

১১. মুহতামিমে জামিয়া হতে চুড়ান্ত অনুমােদন প্রাপ্তি ও দস্তখত লাভের পর আবেদনকারী ছাত্র ভর্তি ফরম নিয়ে জামিয়ার অফিস কক্ষে যাবে এবং ভর্তি ফীসহ যাবতীয় খরচাদি পরিশােধ করবে। উল্লেখ্য যে, ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় খরচাদির বিস্তারিত বিবরণ নােটিশ বাের্ডে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে।

১২. তারপর আবেদনকারী ছাত্র ভর্তিসংশ্লিষ্ট যাবতীয় খরচাদি পরিশােধ সম্বলিত কাগজ-পত্র প্রদর্শনপূর্বক ভর্তি ফরম নাযিমে দফতর (দফতর সম্পাদক) বরাবর দাখিল করবে। অতঃপর সবকিছু যথাযথভাবে সম্পন্ন হলে নাযিমে দফতর ভর্তি রেজিষ্টারে তার নাম তালিকাভুক্ত করবেন এবং দাখেলা (ভর্তিক্রম) নম্বর প্রদান করবেন। এভাবে আবেদনকারী ছাত্রের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

তারিখ ওয়ারী ভর্তি ও ভর্তি পরবর্তী কার্যক্রম
সােমবার [৭ শাওয়াল ০৯/০৫/২২ ইং] : সকাল ৭টায় ভর্তিযােগ্য পুরাতন ছাত্রদের নামের তালিকা প্রকাশ। সকাল ৮টা হতে আসরের পূর্ব পর্যন্ত পুরাতন ছাত্রদের (বেফাকভুক্ত) ভর্তি কার্যক্রম সম্পন্ন করণ। সকাল ৭টা হতে মাগরিবের পূর্ব পর্যন্ত নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা। রাত ১০টায় ভর্তিযােগ্য নতুন ছাত্রদের তালিকা প্রকাশ। (১ম দিনের)

মঙ্গলবার [৮ শাওয়াল। ১০/০৫/২২ ইং] : সকাল ৭.৩০ হতে-রাত ৮টা পর্যন্ত তালিকাভুক্ত নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করণ। সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা। (যদি কোটা খালি থাকে) মাগরিবের পর ভর্তিযােগ্য নতুন ছাত্রদের তালিকা প্রকাশ। (২য় দিনের) তালিকা প্রকাশের পর রাত ১১টা পর্যন্ত তালিকাভুক্ত নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করণ। 

বুধবার [৯ শাওয়াল। ১১/০৫/২২ ইং] : সকাল ৭.৩০ হতে- সকাল ১০টা পর্যন্ত খরীদী ও ইমদাদী খানার দরখাস্ত গ্রহণ। রাতের বেলায় খরীদী খানা জারী।

বৃহস্পতিবার [১০ শাওয়াল। ১২/০৫/২২ ইং] : ইমদাদী খানার আবেদনপত্র যাচাই কার্যক্রম।

শনিবার [১২ শাওয়াল ১৪/০৫/২২ ইং] :  সিট বণ্টন- (বাদ মাগরিব হতে এশা) । বি. দ্র. সিট বণ্টন করবেন প্রতি তলার নাযিমে দারুল ইকামা।

রবিবার [১৩ শাওয়াল ১৫/০৫/২২ ইং] : ফ্রি খানাপ্রাপ্ত ছাত্রদের তালিকা প্রকাশ ও খানা জারী। কিতাব বিতরণ। বি. দ্র. কিতাব সংগ্রহের জন্য নােটিশ বাের্ডে সংযুক্ত নিয়মাবলী প্রণিধানযােগ্য।

সােমবার [১৪ শাওয়াল-১৬/০৫/২২ ইং] :সকাল ৮টায় ইফতিতাহী মজলিস।

মঙ্গলবার [১৫ শাওয়াল। ১৭/০৫/২২ ইং] : নিয়মতান্ত্রিকভাবে দরস শুরু।

বি: দ্র: খরীদী/ফ্রি খানা জারীর পূর্বে ভর্তিপ্রাপ্ত ছাত্র প্রতি মিল ৪০/= হারে বাের্ডিং-এ প্রদানপূর্বক বাের্ডিং ম্যানেজারের সহিত যােগাযােগ করে খানা জারী করতে পারবে। স্মর্তব্য যে, খরীদী/ইমদাদী খানা জারীর জন্য নােটিশ বাের্ডে সংযুক্ত নিয়মাবলী প্রণিধানযােগ্য। ভর্তির জন্য ভর্তি নম্বর পাওয়ার সাথে সাথে কোটা থাকা শর্ত।

ভর্তিচ্ছু নতুন ছাত্রদের যে সকল কিতাবের পরীক্ষা নেওয়া হবে ও ভর্তি নম্বর
ইফতা : লিখিত পরীক্ষা: ১. হিদায়া: (বুয়ু) ২. নূরুল আওয়ার (কিতাবুল্লাহ)। মৌখিক পরীক্ষা: হিদায়া: বুয়ু (ফাতহুল কাদীরসহ) ও সংশ্লিষ্ট যে কোন কিতাব। সংক্ষিপ্ত প্রবন্ধ (বাংলা ও আরবী)। ভর্তি নম্বর-৭০

তাকমীল (দাওরায়ে হাদীস) : মিশকাত শরীফ (সম্পূর্ণ)। হাতের লেখা (বাংলা ও আরবী)। ভর্তি নম্বর-৬০

ফযীলত ২য় বর্ষ : জালালাইন শরীফ। (সম্পূর্ণ)। হাতের লেখা (বাংলা ও আরবী)। ভর্তি নম্বর-৭০

ফযীলত ১ম বর্ষ : ১. শরহে বেকায়া (১ম ও ২য়)। ২. নূরুল আওয়ার (কিতাবুল্লাহ্)। হাতের লেখা (বাংলা ও আরবী)। ভর্তি নম্বর-৭০

সানাবিয়্যাহ :  কাফিয়া। হাতের লেখা (বাংলা ও আরবী)। ভর্তি নম্বর-৭৫

মুতাওসসিতাহ-৪র্থ বর্ষ : হেদায়াতুন নাহব। হাতের লেখা (বাংলা ও আরবী)। ভর্তি নম্বর-৮০

মুতাওসসিতাহ-৩য় বর্ষ : ১. নাহবেমীর  ২. পাঞ্জেগাঞ্জ৩. রওজাতুল আদব। হাতের লেখা (বাংলা ও আরবী)। ভর্তি নম্বর-৮০

মুতাওসসিতাহ-২য় বর্ষ : ১. মিযান ও মুনশায়িব ২. এসাে আরবী শিখি। হাতের লেখা (বাংলা ও আরবী)। ভর্তি নম্বর-৮০

মুতাওসসিতাহ-১ম বর্ষ : ১. উর্দু তেসরী ২. তাইসীরুল মুবতাদী ৩. ফার্সী পেহলী। হাতের লেখা (বাংলা ও উর্দূ)। ভর্তি নম্বর-৮০

ইবতিদায়ী : হাফেজদের ১. হিফজ ৩০ পারা। ২.বাংলা, অংক ও ইংরেজি (৪র্থ শ্রেণি)। গায়রে হাফেজদের ১. নাজেরা ৩০ পারা, ২. বাংলা, অংক ও ইংরেজি- (৪র্থ শ্রেণি)। হাতের লেখা (বাংলা ও ইংরেজি)। ভর্তি নম্বর-৮০

খরীদী খানা জারীর নিয়মাবলী : 
যে ছাত্র জামিয়ার বাের্ডিং হতে খরিদী খানা খেতে ইচ্ছুক- সে প্রথমতঃ মুহতামিমে জামিয়া বরাবর দরখাস্ত প্রদান করে মঞ্জুরী গ্রহণ করবে। অতঃপর বাের্ডিং ম্যানেজারের নিকট প্রথম মাসে মাসিক খরচ বাবদ অগ্রীম ২,৫০০/= (দুই হাজার পাঁচশত টাকা) জমা করার মাধ্যমে খানা জারী করবে। উল্লেখ্য যে, পরবর্তী মাস হতে মাসিক খরচ অনুযায়ী টাকা নেওয়া হবে।

ইমদাদী খানা জারীর নিয়মাবলী : ইমদাদী খানা খেতে ইচ্ছুক ছাত্র মুহতামিমে জামিয়া বরাবর দরখাস্ত লিখে নির্দিষ্ট তারিখে দফতরে ইহতেমামে জমা করবে। ফ্রি খানার উপযুক্ততা যাচাইয়ের পর কোটা থাকার শর্তে মুহতামিমে জামিয়া কর্তৃক দরখাস্ত মঞ্জুর করা হবে এবং ইমদাদী খানাপ্রাপ্ত ছাত্রদের নামের তালিকা নােটিশ বাের্ডে টানিয়ে দেওয়া হবে। তালিকাভুক্ত ছাত্র নিজ দরখাস্ত দফতরে ইহতিমাম হতে উত্তোলন করবে এবং জামিয়ার অফিস কক্ষ হতে ইমদাদী খানার ওকালতনামা উঠাবে। উক্ত ওকালতনামায় নির্দেশিত সকল খালি ঘর পূরণ করে দরখাস্তসহ জামিয়ার দফতরে ইহতিমামে জমা করবে। পরবর্তীতে ইমদাদী খানাপ্রাপ্ত ছাত্রদের তালিকা ও খানা জারীর তারিখ জামিয়ার দফতরে ইহতিমাম হতে নােটিশ বাের্ডে প্রকাশ করা হবে।উল্লেখ্য যে, ইমদাদী খানার আবেদনকারী ছাত্র আবেদনপত্রে উল্লিখিত যাবতীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করবে। কোন তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ছাত্র স্থায়ীভাবে ইমদাদী খানা লাভের সক্ষমতা হারাবে। স্মর্তব্য যে, ইমদাদী খানাপ্রাপ্ত ছাত্র সাধ্যানুযায়ী আর্থিকভাবে মাদরাসায় সহায়তা করবে।

কুতুবখানা হতে কিতাব সংগ্রহের নিয়মাবলী :
১. জামিয়ার কুতুবখানা থেকে মুতাওসসিতাহ-৪র্থ বর্ষ হতে তাকমীল (দাওরায়ে হাদীস) পর্যন্ত অধ্যয়নকারী ছাত্রদের আবেদন প্রেক্ষিতে চলমান শিক্ষাবর্ষের জন্য দরসী কিতাব (৬) প্রদান করা হয়ে থাকে। ২. জামিয়ার কুতুবখানা হতে কিতাব সংগ্রহ করতে ইচ্ছুক ছাত্র জামিয়ার অফিস কক্ষে নির্ধারিত ফী প্রদান করতঃ ফরম গ্রহণ করবে। উক্ত ফরমে নির্দেশিত সকল খালি ঘর পূরণ করে জামিয়ার কোন এক উদ্ভাদ থেকে সুপারিশ গ্রহণ করে মুহতামিমে জামিয়ার মঞ্জুরী গ্রহণ করবে। অতঃপর উক্ত ফরম নাজেমে কুতুবখানা বরাবর পেশ করে কিতাব সংগ্রহ করতে পারবে।

নতুন/পুরাতন ভর্তিচ্ছু ছাত্রদের খরচাদি : 
১. ভর্তি ফরম : ২৫০/= 
২. ভর্তি ফী (কিতাব বিভাগ, হিজখানা) ২,২০০/=
৩. এককালীন ফী ২,৫০০/=
৪. পাঠাগার চাদা ১০০/=
৫. ছাত্রকল্যাণ চাদা ১০০/=
ভর্তি সংক্রান্ত সর্বমােট খরচঃ ৫,১৫০/= 

অন্যান্য খরচ :
১. খরীদি খানার খরচ (দুবেলা) : ২,৫০০/=
২. ইমদাদী খানা জারীর জন্য খরচ সাধ্যানুযায়ী
৩. সকালের নাশতা ৬০০/=
৪. কুতুবখানা হতে কিতাব উত্তোলনের খরচ - ৩০০/=
৫. মাসিক বেতন ও যাবতীয় বিল বাবদ খরচঃ (কিতাব বিভাগ)- ৩০০/=
৬. মাসিক বেতন ও যাবতীয় বিল বাবদ খরচঃ (ইফতা বিভাগ) ১,০০০/=
৭. মাসিক বেতন ও যাবতীয় বিল বাবদ খরচ: (হিফজ বিভাগ) ৫০০/=

আবাসিক মক্তব বিভাগ
১. ভর্তি ফরম : ২৫০/=
২. ভর্তি ফি :  ২,০০০/=
৩. এককালীন ফী ২,৫০০/=
৪. ছাত্রকল্যাণ চাঁদা ১০০/=
৫. পাঠাগার চাদা। ১০০/=
ভর্তি সংক্রান্ত সর্বমােট খরচ: ৪,৯৫০/= 

অন্যান্য খরচ :
১. মাসিক বাের্ডিং চার্জ ২,৫০০/=
২. মাসিক বেতন, বিদ্যুৎ ও গ্যাস ১,৫০০/=
সর্বমােট মাসিক খরচ: ৪,৯৫০/=