| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় ফরম বিতরণ চলছে, ভর্তি আগামী মঙ্গলবার


জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় ফরম বিতরণ চলছে, ভর্তি আগামী মঙ্গলবার


এবি সিদ্দীক     07 May, 2022     03:27 PM    


জামিয়া রাহমানিয়া আজিজিয়া বছিলা, মােহাম্মাদপুর, ঢাকার ১৪৪৩/৪৪হিঃ শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের  ফরম বিতরণ চলছে। কিতাব বিভাগের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী মঙ্গলবার, ১০মে (৮ শাওয়াল) শুরু হবে। তবে ইফতা বিভাগের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলবে ৬ ও ৭ শাওয়া্ব এবং  হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলবে ৭ শাওয়াল। রহমত টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির নায়েবে নাজেমে তা'লীমাত মুফতী আমিনুল হক। ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করার আহবান জানিয়েছেন তিনি।

ভর্তি তথ্য : 
০১, ফরম জমা দেয়ার সময় সদ্য তােলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।

০২, নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা মিজান জামাত পর্যন্ত শুধু মৌখিক হবে। আর অবশিষ্ট সকল জামাতে লিখিত ও মৌখিক উভয় ভাবে হবে।

০৩, প্রথম তিন জামাতের মৌখিক পরীক্ষার ফলফল ৮ শাওয়াল বাদ আসর এবং ৯ শাওয়াল সকাল ৯ টায় প্রকাশ করা হবে। ফলফল প্রকাশের পরপর ভর্তি কাজ সম্পন্ন করা হবে। 

০৪, নতুন ছাত্রদের দাখেলা পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৮.০০ টা থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার জন্য ৭.৩০ মি: পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে।

০৫, উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদের চুড়ান্ত তালিকা ০৯ শাওয়াল সকাল ৯.০০টায় প্রকাশের পরই ভর্তি কাজ সম্পন্ন করবে।

০৬, হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৭ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা পুরণ হওয়া পর্যন্ত চলবে।

০৭, ইফতা বিভাগের নতুন ছাত্রদের ভর্তি ৬ ও ৭ শাওয়ালের মধ্যে সম্পন্ন করতে হবে।

যে সমস্ত কিতাবের দাখেলা পরীক্ষা হবে:
ইফতা : (بخاری ج ۱ - هدايه ج ۳ - نورالانوار (كتاب الله 
তাকমীল : هدايه ج 4 ও مشكاة شريف
ফযীলত-২ : تفسير الجلالين ج ۱ هدایه ج ۲
ফযীলত-১ :  شرح وقايه ও نورالانوار كتاب الله
ছানবী-২ :  شرح جامی/ كافيه - كنز الدقائق / قدوری
ছানবী-১ : হেদায়াতুন নাহু ও ইলমুস সীগাহ
উস্তানী-৩ : নাহবেমীর এবং ইলমুস সরফ ৩-৪ অথবা পাঞ্জেগাঞ্জ
উস্তানী-২ : ইলমুস সরফ/মিযান-মুনশাইব ও আরবী অদিব 
উস্তানী-১ : তাইসীরুল মুবতাদী ও উর্দু কি তেসরী 
ইবতেদাইয়্যাহ-২ : উর্দু পহেলী বাংলা অংক ৪র্থ শ্রেণী
ইবতেদাইয়্যাহ-১ : কেরাত ও বাংলা-অংক (প্রাথমিক) 

ফ্রি খানা ও ভর্তি নাম্বার:
ইফতা : ভর্তি নাম্বার-৫০
তাকমীল : ফ্রি খানা নাম্বার-৫৫, ভর্তি নাম্বার-৫০
ফযীলত-২ : ফ্রি খানা নাম্বার-৬০, ভর্তি নাম্বার-৫৫ 
ফযীলত-১ : ফ্রি খানা নাম্বার-৬০, ভর্তি নাম্বার-৫৫
ছানবী-২ : ফ্রি খানা নাম্বার-৬৫, ভর্তি নাম্বার-৬০
ছানবী-১ : ফ্রি খানা নাম্বার-৬৫, ভর্তি নাম্বার-৬০
উস্তানী-৩ : ফ্রি খানা নাম্বার-৭০, ভর্তি নাম্বার-৬৫
উস্তানী-২ : ফ্রি খানা নাম্বার-৭০, ভর্তি নাম্বার-৬৫
উস্তানী-১ : ফ্রি খানা নাম্বার-৭৫, ভর্তি নাম্বার-৭০
ইবতেদাইয়্যাহ-২ : ফ্রি খানা নাম্বার-৭৫, ভর্তি নাম্বার-৭০
ইবতেদাইয়্যাহ-১ : ফ্রি খানা নাম্বার-৭৫, ভর্তি নাম্বার-৭০

ভর্তি ফি ও অন্যান্য খরচ:

কিতাব বিভাগ:
ভর্তির ভর্তি ফরম (পুরাতন) ১০০/=
ভর্তি ফরম (নতুন) ২০০/=
ছােট ছাত্রদের অভিভাবক ফরম ৫০/= 
ভর্তি ফি ২০০০/=
মাসিক আবাসিক চার্জ ৪০০/=
সাধারণ খানা (দুই বেলা) ১৫০০/=
বিশেষ খানা (দুই বেলা) ২১০০/=
নাস্ত ৬০০/=
ফ্রি খানা জারী বাবদ বছরে এককালীন ১৫০০/=

হিফজ ও মক্তব বিভাগ:
ভর্তির ভর্তি ফরম (পুরাতন) ১০০/=
ভর্তি ফরম (নতুন) ২০০/=
অভিভাবক ফরম ৫০/=
ভর্তি ফি ২০০০/=
মাসিক আবাসিক চার্জ ৪০০/=
সাধারণ খানা (দুই বেলা) ১৪০০/=
বিশেষ খানা (দুই বেলা) ১৯০০/=
নাস্তা ৬০০/=
ফ্রি খানা জারী বাবদ বছরে এককালীন ১৫০০/=