| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মঙ্গলবার জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের ভর্তি শুরু


মঙ্গলবার জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের ভর্তি শুরু


রহমত ডেস্ক     06 May, 2022     10:09 PM    


জামিয়া নুরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর, ঢাকার ১৪৪৩/৪৪হিঃ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী মঙ্গলবার (১০ মে) ৮ শাওয়াল সকাল ৯টা থেকে শুরু হবে। ভর্তি-ইচ্ছুক সকল শিক্ষার্থীকে ফরম সংগ্রহ করে যথাসময়ে ভর্তির কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাদরাসা কতৃপক্ষ।

ভর্তির নিয়মাবলী
১. ভর্তির সময় ছাত্রের সাথে অভিভাবক উপস্থিত থাকতে হবে।
২. ভর্তি ফরম সংগ্রহ করতঃ তা শুদ্ধভাবে পরিপূর্ণরূপে পূরণ করতে হবে। কোনাে ধরনের কালার কলম বা ফুইট ব্যবহার করা যাবেনা।
৩. দুই কপি পাসপাের্ট সাইজের ছবি, অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি এবং অভিভাবকের আইডির ফটোকপি জমা দিতে হবে।
৪. আখলাকি সনদ নেয়ার পর ভর্তি পরীক্ষা দিয়ে নাযেমে তা'লীমাতের স্বাক্ষর নিতে হবে।
৫. অতঃপর হযরত মুহতামিম সাহেবের চূড়ান্ত অনুমােদন নিতে হবে।
৬. ভর্তি ফি ফরম ব্যতীত ২,৫০০/- দুই হাজার পাঁচ শত টাকা।
৭. ভর্তির সময় ভর্তির পূর্ণ টাকা পরিশােধ করতে হবে।
৮. ভর্তির সময় এক মাসের আবাসিক ফি ৫০০ (পাঁচ শত) টাকা, দুই বেলা খাবার বাবদ ১,৮০০ (আঠার শত) টাকা।  সর্বমােট (ভর্তি ফি সহ) ৪,৮০০ (চার হাজার আট শত) টাকা প্রদান করতে হবে।
৯. মাতবাখ থেকে নাস্তা জারী করতে হলে প্রতি মাসে আরাে ৭০০ (সাত শত) টাকা প্রদান করতে হবে।

বিশেষ ঘোষণা :
১. ৮ই শাওয়াল সকল পুরাতন ছাত্রকে জামিয়ায় উপস্থিত হতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে খানা জারী করতে হবে।
২. ইফতা বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা ১০ শাওয়াল সকাল ১০.০০টা থেকে অনুষ্ঠিত হবে এবং পরবর্তী দিন বাদ যােহর পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে।
৩. কোনাে অনাবাসিক ছাত্রের ভর্তি নেয়া হবে না।