| |
               

মূল পাতা প্রবাস দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত; লাশ আনতে নারাজ পরিবার


প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত; লাশ আনতে নারাজ পরিবার


রহমত ডেস্ক     02 May, 2022     07:04 AM    


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রিংস টাউনে বসবাসকারী এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম কামাল উদ্দিন এবং তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুঞা পৌরসভার মাস্টারবাড়ি।

গতশুক্রবার (২৯ এপ্রিল) স্প্রিংস টাউনে কামাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, কামাল উদ্দিন স্প্রিংস টাউনে ভবঘুরে অবস্থায় থাক্তেন; কোনো কাজকর্ম করতেন না। দেশের সাথেও তার কোনো যোগাযোগ ছিলো না।

প্রবাসী বাংলাদেশি তারভীর ভুুইয়া বাবু জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা মরদেহ দেশে নিতে নারাজ; তাই আগামীকাল সকালে স্প্রিংস কমিউনিটির পক্ষ থেকে কামালের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।