মুহাম্মাদ ইয়ামিন 01 May, 2022 11:27 PM
দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপ অনুপম শাখা প্রায় ২০০০ হাজার গরীব স্টাফ ও কর্মীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার (২৯ এপ্রিল) ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রমটি নারায়নগঞ্জ ভুলতা সংলগ্ন রূপগঞ্জের নিজ অফিস অডিটোরিয়ামে বিকেল ৪ টায় শুরু হয়ে চলে প্রায় ৫টা পর্যন্ত। ২০০০ হাজার গরীব কর্মীদের দেওয়া ঈদ সামগ্রীর ওই মেন্যুতে ছিল শাড়ী লুঙ্গি ও নগদ টাকা ইত্যাদি। সেসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার শেখরনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এস এম আমজাদ হোসাইন ও উর্ধ্বতন কর্মকর্তা, রোজাদার মুসলমান ও নীতিনির্ধারকবৃন্দ।
প্রতিষ্ঠানটির কর্ণধার এস এম আমজাদ হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রমজানের শেষের দিকে চলে এসেছি। আর কয়েকটা দিন শেষ হলেই ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতর মুসলমানদের আনন্দ উৎসবের দিন। সেই আনন্দ উৎসবের দিন যাতে আমরা প্রত্যেকে ভালোভাবে কাটাতে পারি এজন্য আমাদের কোম্পানি তথা আল মুসলিম গ্রুপ আপনাদের জন্য ঈদ সামগ্রীর ব্যবস্থা করেছেন। এগুলো আপনারা নিয়ে যাবেন এবং আল মুসলিমের উত্তরোত্তর সফলতার জন্য দোয়া করবেন। আপনারা রোজা রাখছেন তাই আমরা আপনাদের জন্য কর্মঘন্টা শিথিল করেছি এবং আপনাদেরকে নামাজের সুযোগ করে দিয়েছি। সামনের দিকে আমরা গার্মেন্টসে লাইন বাড়াবো সেখানে প্রায় পাঁচ হাজার কর্মী লাগবে। আল মুসলিমের এ অগ্রগতি যেন আপনাদেরই অগ্রগতি। এর আগেও প্রতিষ্ঠানটি অফিস স্টাফ, গার্মেন্টস কর্মী ধর্মপ্রাণ মুসলমান ও ভিন্নধর্মাবলম্বীদের মধ্যে ইফতার বিতরণ করে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর