| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামিয়া নূরিয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮ টায়


জামিয়া নূরিয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮ টায়


জামিল আহমদ     02 May, 2022     09:34 PM    


আগামীকাল (৩ মে) মঙ্গলবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। করোনাভাইরাস মহামারির কারণে গত দু’বছর বিধিনিষেধের মধ্যে উন্মুক্ত স্থানে ঈদের জামাত পড়া যায়নি। রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে।

যুগশ্রেষ্ট বুযুর্গ আমীরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত রাজধানীর ঢাকার জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচরে ঈদুল ফিতরের দুই জামাত অনুষ্ঠিত হবে।


প্রথম জামাত হবে সকাল ৮ টায়। এতে ইমাম থাকবেন জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচরের নাজিমে তা’লিমাত ও মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।


দ্বিতীয় জামাত হবে সকাল ৯ টায়। এতে ইমাম থাকবেন জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচরের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল কুদ্দুস শরীয়তপুরী।